Requirements for New Electronic Passport or Conversion of MRP to E-passport
১। নিচের নির্দেশনা অনুযায়ী অনলাইনে আবেদন ফরম পূরণ করে বারকোড-সহ প্রিন্ট করুন।
২। আবেদন ফরমে "ব্যক্তিগত তথ্য" অংশে যোগাযোগের নম্বর হিসেবে আবেদনকারীর বর্তমান মোবাইল নম্বর, "স্থায়ী ঠিকানা" অংশে বাংলাদেশের ঠিকানা, "বর্তমান ঠিকানা" অংশে জার্মানি/চেক প্রজাতন্ত্র/কসোভোর ঠিকানা এবং "জরুরী যোগাযোগের ঠিকানা" অংশে বাংলাদেশের ফোন নম্বর ও ঠিকানা উল্লেখ করতে হবে।
৩। সর্বশেষ পাসপোর্টে প্রদর্শিত ব্যক্তিগত নম্বরটি জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর হলে; আবেদন ফরমের "ব্যক্তিগত তথ্য" অংশে অবশ্যই এনআইডি নম্বর উল্লেখ করতে হবে।
৪। আবেদনকারীর বয়স ১৮ বছরের কম হলে "পিতা-মাতার তথ্য" অংশে পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর/জন্মনিবন্ধন নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
৫। ই-পাসপোর্টের ফি: বাংলাদেশ দূতাবাস, বার্লিনের ব্যাংক একাউন্টে (ACCOUNT NAME: EMBASSY OF BANGLADESH, ACCOOUNT NUMBER/IBAN: DE80 1007 0000 0233 2773 00) ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে ফি পরিশোধের (বিগত ২ মাসের মধ্যে পরিশোধিত) প্রমাণক হিসেবে ব্যাংক প্রদত্ত মূল পে-স্লিপ। পে-স্লিপে ই-পাসপোর্ট আবেদনের আইডি নম্বর ও পরিশোধকারীর নাম উল্লেখ থাকতে হবে। একাধিক আবেদনের ক্ষেত্রে প্রত্যেকটির জন্য পৃথকভাবে ফি পরিশোধ করতে হবে। হাতে লেখা পে-স্লিপ বা মোবাইলের স্ক্রিনশটের কপি গ্রহণযোগ্য হবে না। যেকোনো কারণে আবেদন বাতিল হলে ফি ফেরতযোগ্য নয়।
আবেদনের ধরণ
|
পৃষ্ঠা
|
মেয়াদ
|
ফি (ইউরো)
|
অপ্রাপ্তবয়স্ক (০-১৮ বছর)
|
৪৮ |
০৫ বছর |
১২৫ ইউরো |
সাধারণ
|
৪৮
|
০৫/১০ বছর
|
১২৫ ইউরো
|
শিক্ষার্থী (শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পর্যায়)
|
৪৮
|
৫/১০ বছর
|
৫৫ ইউরো
|
সকলের জন্য
|
৬৪ |
০৫/১০ বছর
|
১৭৫ ইউরো
|
*বাংলাদেশ দূতাবাস, বার্লিনে ই-পাসপোর্টের জরুরী (আর্জেন্ট) পরিষেবা দেওয়া হয় না।
৬। "এপয়েন্টমেন্ট/টার্মিন ফরম" পূরণ করে প্রয়োজনীয় ডডকুমেন্টসহ নির্ধারিত তারিখ ও সময়ে বাংলাদেশ দূতাবাস, বার্লিনে উপস্থিত হয়ে বায়োমেট্রিক এনরোলমেন্ট (ছবি তোলা ও আঙুলের ছাপ প্রদান) সম্পন্ন করতে হবে।
*অনলাইনে আবেদন ফরম পূরণের জন্য এখানে ক্লিক করুন: CLICK HERE
*এপয়েন্টমেন্ট/টার্মিন ফরম ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন: CLICK HERE
*এপয়েন্টমেন্ট/টার্মিন বুকিং-এর জন্য এখানে ক্লিক করুন: CLICK HERE