নির্দেশক্রমেজানানো যাচ্ছে যে, পোস্টাল খামে বা ডাক মারফতে কোন প্রকার টাকা প্রদান নিষিদ্ধ। সকল ধরণের ফি/ সেবা চার্জ আপনার ব্যাংক একাউন্ট হতে দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রদান করুন। কোনো প্রকার নগদ অর্থ/ব্যক্তিগত চেক/ সরাসরি জমা প্রদান ইত্যাদি গ্রহণ করা হয় না।