Welcome to Embassy of Bangladesh, Berlin

*There is no official imo account, facebook page or youtube channel of Bangladesh Embassy Berlin* *Phone Contact for General & Consular Issues: +493039897531 [09.00-13.00 hrs & 14.00-15.00 hrs (except holidays) ]* 

* আগামী ০১ মে ২০২৪ দূতাবাস বন্ধ থাকবে (নোটিশ কপি)* * The Embassy will remain closed on 01 May 2024 (Notice Copy)* *ই-পাসপোর্টে স্বামী বা স্ত্রীর নাম অপসারণসহ তিনটি সংশোধন এনেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর। এ বিষয়ক অফিস আদেশটি দেখার জন্য এখানে ক্লিক করুন * ই-পাসপোর্টের সেবাগ্রহীতা সকলকে এপয়েন্টমেন্ট গ্রহণের জন্য আবশ্যিকভাবে অনুরোধ করা যাচ্ছে। এপয়েন্টমেন্ট অনুসারে সেবা প্রদান অব্যাহত থাকবে। এপয়েন্টমেন্ট-এর জন্য এখানে ক্লিক করুন Email for E-passport, Visa, NVR, Certificates & other Consular related Affairs: consular.berlin@mofa.gov.bd. For Birth Registration Issues: br.berlin@mofa.gov.bd. পোস্টাল খামে / ক্যাশে কোন প্রকার টাকা প্রদান নিষিদ্ধ। সকল ধরণের ফি/ সেবা চার্জ দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রদান করুন। No cash transaction, bank transfer only.


ই-পাসপোর্টের সাম্প্রতিক সংশোধনী

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের ০৬/০২/২০২৪-এর অফিস আদেশে ই-পাসপোর্টের নিন্মলিখিত সংশোধনী সম্পর্কে জানানো হয়েছে, যা একই তারিখ থেকে কার্যকর হয়েছে।

সংশোধনী তিনটি হলো:

 ১. স্বামী-স্ত্রীর নাম

 ই-পাসপোর্টে ব্যক্তিগত তথ্যের স্বামী বা স্ত্রীর নাম (স্পাউসেস নেম) অংশটি সংশোধন করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি থেকে ‘স্পাউসেস নেম' ঘরটির পরিবর্তে সেখানে লেখা রয়েছে ‘লিগ্যাল গার্ডিয়ান'। এটি শুধু দত্তক সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে ‘লিগ্যাল গার্ডিয়ান নেম' অন্তর্ভুক্তের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে আইনত অভিভাবকের অনাপত্তি সনদ এবং তার জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি প্রমাণপত্র হিসেবে পাসপোর্টের আবেদনের সময় জমা দিতে হবে। 

২. বিস্তারিত ঠিকানা 

ব্যক্তিগত তথ্য ও জরুরি যোগাযোগসংক্রান্ত অংশে দুটি ‘অ্যাড্রেস' বা ঠিকানার ঘর আছে। এতদিন পাসপোর্টধারীর স্থায়ী ঠিকানা ও মনোনীত ব্যক্তির পূর্ণাঙ্গ ঠিকানা দুই লাইনে ৪৮ শব্দের মধ্যে লিখতে হতো। এতে অনেকের পুরো ঠিকানা সেখানে সংকুলান হতো না। তাই এখন থেকে তিন লাইনে বা ৯৬ শব্দে ঠিকানা উল্লেখ থাকবে। 

৩. কিউআর কোড অপসারণ

ই-পাসপোর্টের Personal Data and Emergency Contact Page-এ অবস্থিত কিউআর কোড অংশটি অপসারণ করা হয়েছে।