Welcome to Embassy of Bangladesh, Berlin

***ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৩ দূতাবাস বন্ধ থাকবে (নোটিশ কপি)***  ***The Embassy will remain closed on the occasion of Eid-e -Miladunnabi on 28 September 2023 (Notice Copy)***  ***Phone Contact for General & Consular Issues: +493039897531 [09.00-13.00 hrs & 14.00-15.00 hrs (except holidays) ]*** সেবা প্রদান ও সার্ভিস চার্জ প্রসঙ্গে- সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ দূতাবাস বার্লিন শুধুমাত্র জার্মানি, চেক রিপাবলিক, এবং কসোভো-তে বসবাসরত বাংলাদেশীদের কনস্যুলার সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তবে পূর্বে ই-পাসপোর্ট ছিলো, এবং তা হারিয়ে গিয়ে থাকলে, প্রমাণসাপেক্ষে যথা- সংশ্লিষ্ট দেশের রেসিডেন্স পারমিট + পুলিশ রিপোর্ট + হারিয়ে যাওয়া ই-পাসপোর্টের কপি + সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসের অনুমতিপত্র জমা প্রদান করে অন্যান্য ইউরোপীয় দেশ সমূহে বসবাসরত বাংলাদেশীরা শুধুমাত্র ই-পাসপোর্ট সেবা গ্রহণ করতে পারবেন। বাংলাদেশ দূতাবাস বার্লিনে শুধুমাত্র ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সেবা প্রদান করা হয়। সেবা নেয়ার পূর্বে ব্যাংকিং চ্যানেলে দূতাবাসের একাউন্ট বরাবর সার্ভিস চার্জ সমপরিমান টাকা ট্রান্সফার করতে হবে। ব্যাংক ট্রান্সফারের কপি সেবা গ্রহণকালে অবশ্যই প্রদান করতে হবে। সকল ডকুমেন্টস প্রয়োজন অনুসারে নিজ দায়িত্বে প্রিন্ট/ফটোকপি করে নিয়ে আসতে হবে।

নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, পোস্টাল খামে বা ডাক মারফতে কোন প্রকার টাকা প্রদান নিষিদ্ধ। সকল ধরণের ফি/ সেবা চার্জ আপনার ব্যাংক একাউন্ট হতে দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রদান করুন। কোনো প্রকার নগদ অর্থ/ব্যক্তিগত চেক/ সরাসরি জমা প্রদান ইত্যাদি গ্রহণ করা হয় না


E-passport for a child (below 6 years of age)
  • Requirements for E-passport for a child (below 6 years of age):

    Children (below 6 years of age) of any Bangladeshi parents (either father or mother) residing in Germany, or Czech Republic, or Kosovo are eligible to apply for an E-passport. The following documents are required to send to the Embassy of Bangladesh in Berlin either by registered post or in person to start the E-Passport application process for a child:

    1.  Printed copy of filled-in online application form (with bar code). To fill out the application, please visit: www.epassport.gov.bd
    2. 02 (two) copies recent 4R (12cm X 15cm) size photograph of the child (studio printed). Please keep a straight face/focus and a light background.
    3. 01 (one) set of photocopies of existing valid Machine Readable Passport (MRP) or E-Passport, [data page ONLY] of the Bangladeshi father or Bangladeshi mother of the child.
    4. Photocopy of the child’s Digital Birth Certificate (including a 17-digit number with a copy of online verification)
    5. Photocopy of Parent's Resident permit/Ausweis
    6. A copy of the proof of payments/ payment transaction receipt MUST BE Attached to the application form.
    7. All fees have to be paid through a Banking channel/Bank transfer to the Embassy account. Cash/personal cheque/Direct Deposit is NOT accepted. 
    8. The Embassy Bank Account details:
      Name of the Account: Embassy of Bangladesh
      Bank Name: Deutsche Bank
      Account No. : 233 27 73
      IBAN: DE 80 1007 0000 0233 2773 00 
      BIC (swift-code): DEUTDEBBXXX
    9. Self-addressed envelope with stamp (Please write your name and address to receive the delivery slip/ enrolment ID of your child's E-passport application)
       
      Important Note:
      Please send all documents to the Embassy by registered post or in person to complete the applicant's E-passport process. Applicants under 6 years old, do not require any online appointment at the Bangladesh Embassy in Berlin for biometric data (fingerprint, digital photo, digital signature).
      Each electronic passport is printed by DIP in Bangladesh and arrives at the Embassy of Bangladesh in Berlin from Dhaka. So, it requires usually 6-8 weeks (conditional) to receive an E-passport after successful biometric enrolment and data verification.
      Please note that the Embassy of Bangladesh in Berlin will not process any Hand Written Application for E-passport. 
      The Embassy of Bangladesh in Berlin is not in the capacity to provide any 'urgent' or ‘express’ service to the applicant.