Welcome to Embassy of Bangladesh, Berlin

*There is no official imo account, facebook page or youtube channel of Bangladesh Embassy Berlin* *Phone Contact for General & Consular Issues: +493039897531 [09.00-13.00 hrs & 14.00-15.00 hrs (except holidays) ]* 

*চেক রিপাবলিকের প্রাগ শহরে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা কার্যক্রম সময়সীমাঃ ২০, ২১ ও ২২ অক্টোবর ২০২৪ (নোটিশ কপি)* *Contribution to the Chief Advisor's relief fund for the flood affected People (Link)* *ই-পাসপোর্টের সেবাগ্রহীতা সকলকে এপয়েন্টমেন্ট অনুসারে সেবা প্রদান অব্যাহত থাকবে। এপয়েন্টমেন্ট-এর জন্য এখানে ক্লিক করুন *Email for E-passport, Visa, NVR, Certificates & other Consular related Affairs: consular.berlin@mofa.gov.bd. For Birth Registration Issues: br.berlin@mofa.gov.bd. পোস্টাল খামে / ক্যাশে কোন প্রকার টাকা প্রদান নিষিদ্ধ। সকল ধরণের ফি/ সেবা চার্জ দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রদান করুন। No cash transaction, bank transfer only.


Requirements for Power of Attorney

পাওয়ার অব অ্যাটর্নির ক্ষেত্রে পাওয়ার দাতাকে সশরীরে দূতাবাসে উপস্থিত থাকতে হবে এবং যে সকল কাগজপত্র প্রয়োজন হবেঃ

০১। পাওয়ার দাতা এবং গ্রহীতার ০১ কপি করে পাসপোর্ট সাইজ ছবি 

০২। পাওয়ার দাতার বৈধ বাংলাদেশি পাসপোর্ট ও ফটোকপি কপি

০৩। পাওয়ার গ্রহীতার বাংলাদেশি পাসপোর্ট অথবা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি

০৪। সম্পূর্ন ডকুমেন্টের ১ কপি ফটোকপি

০৫। পাওয়ার অব অ্যাটর্নি ফি ৫০ (পঞ্চাশ ইউরো)

০৬। সমস্ত ফি দূতাবাস অ্যাকাউন্টে একটি ব্যাংকিং চ্যানেল/ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রদান করতে হবে। কোনো প্রকার নগদ অর্থ/ব্যক্তিগত চেক/ সরাসরি জমা ফি হিসেবে গ্রহণ করা হয় না।

০৭। ফি প্রদানের রসিদের কপি অবশ্যই আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

০৮। দূতাবাসের ব্যাংক একাউন্ট-এর বিবরণঃ

Name of the Account: Embassy of Bangladesh

Bank Name: Deutsche Bank

Account No. : 233 27 73

IBAN: DE 80 1007 0000 0233 2773 00

BIC (swift-code): DEUTDEBBXXX