Welcome to Embassy of Bangladesh, Berlin

***ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৩ দূতাবাস বন্ধ থাকবে (নোটিশ কপি)***  ***The Embassy will remain closed on the occasion of Eid-e -Miladunnabi on 28 September 2023 (Notice Copy)***  ***Phone Contact for General & Consular Issues: +493039897531 [09.00-13.00 hrs & 14.00-15.00 hrs (except holidays) ]*** সেবা প্রদান ও সার্ভিস চার্জ প্রসঙ্গে- সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ দূতাবাস বার্লিন শুধুমাত্র জার্মানি, চেক রিপাবলিক, এবং কসোভো-তে বসবাসরত বাংলাদেশীদের কনস্যুলার সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তবে পূর্বে ই-পাসপোর্ট ছিলো, এবং তা হারিয়ে গিয়ে থাকলে, প্রমাণসাপেক্ষে যথা- সংশ্লিষ্ট দেশের রেসিডেন্স পারমিট + পুলিশ রিপোর্ট + হারিয়ে যাওয়া ই-পাসপোর্টের কপি + সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসের অনুমতিপত্র জমা প্রদান করে অন্যান্য ইউরোপীয় দেশ সমূহে বসবাসরত বাংলাদেশীরা শুধুমাত্র ই-পাসপোর্ট সেবা গ্রহণ করতে পারবেন। বাংলাদেশ দূতাবাস বার্লিনে শুধুমাত্র ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সেবা প্রদান করা হয়। সেবা নেয়ার পূর্বে ব্যাংকিং চ্যানেলে দূতাবাসের একাউন্ট বরাবর সার্ভিস চার্জ সমপরিমান টাকা ট্রান্সফার করতে হবে। ব্যাংক ট্রান্সফারের কপি সেবা গ্রহণকালে অবশ্যই প্রদান করতে হবে। সকল ডকুমেন্টস প্রয়োজন অনুসারে নিজ দায়িত্বে প্রিন্ট/ফটোকপি করে নিয়ে আসতে হবে।

নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, পোস্টাল খামে বা ডাক মারফতে কোন প্রকার টাকা প্রদান নিষিদ্ধ। সকল ধরণের ফি/ সেবা চার্জ আপনার ব্যাংক একাউন্ট হতে দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রদান করুন। কোনো প্রকার নগদ অর্থ/ব্যক্তিগত চেক/ সরাসরি জমা প্রদান ইত্যাদি গ্রহণ করা হয় না


Requirements for a New Electronic Passport Or Conversion of MRP to E-passport

 

নতুন ইলেকট্রনিক পাসপোর্ট অথবা এমআরপি হতে ই-পাসপোর্টে রূপান্তরের জন্য প্রয়োজনীয় তথ্য ও নির্দেশিকা


জার্মানি, চেক প্রজাতন্ত্র এবং কসোভোতে বসবাসরত যেকোন বাংলাদেশী নাগরিক, যার কাছে বৈধ বাংলাদেশী মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) অথবা ডিজিটাল বার্থ সার্টিফিকেট অথবা জাতীয় পরিচয়পত্র (NID) আছে তারা নতুন ই-পাসপোর্টের জন্য বার্লিনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আবেদন করতে পারেন। বায়োমেট্রিক তালিকাভুক্তির সময় (অর্থাৎ হাতের ছাপ প্রদান, ছবি তোলা ইত্যাদি) আবেদনকারীকে (৬ বছরের উর্ধে) অবশ্যই দূতাবাসে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে হবে। 

ই-পাসপোর্ট করার সময় নিম্নলিখিত কাগজপত্র প্রয়োজন হবে:

১। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি (বার কোড সহ)। আবেদনপত্র পূরণ করতে অনুগ্রহ করে ভিজিট করুন: www.epassport.gov.bd

২। বায়োমেট্রিক ডেটা (আঙুলের ছাপ প্রদান, ছবি তোলা ইত্যাদি) প্রদানের জন্য আপনার Online Appointment নিশ্চিতকরণের ফটোকপি।

৩। বৈধ বাংলাদেশী পাসপোর্ট এবং তথ্য পৃষ্ঠার ০১ (এক) সেট ফটোকপি।

৪। আবেদনকারীর ন্যাশনাল আইডি কার্ড বা ডিজিটাল বার্থ সার্টিফিকেটের ফটোকপি (অনলাইন ভেরিফিকেশনের কপি ১৭ ডিজিটের নম্বর সহ)।

৫। আবেদনকারীর রেসিডেন্স পারমিট/আউসভাইস–এর ফটোকপি

৬। এনরোলমেন্ট সার্টিফিকেট, স্টুডেন্ট আইডি কার্ড এবং এর কপি (শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য)।

৭। প্রযোজ্য অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্র (যেমন, বিবাহের সনদ, বিবাহ বিচ্ছেদের সনদ, নোটারি পাবলিক)।

৮। সমস্ত ফি দূতাবাস অ্যাকাউন্টে একটি ব্যাংকিং চ্যানেল/ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রদান করতে হবে। কোনো প্রকার নগদ অর্থ/ব্যক্তিগত চেক/ সরাসরি জমা ফি হিসেবে গ্রহণ করা হয় না।

৯। ফি প্রদানের রসিদের কপি অবশ্যই আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

১১। দূতাবাসের ব্যাংক একাউন্ট-এর বিবরণঃ

Name of the Account: Embassy of Bangladesh

Bank Name: Deutsche Bank

Account No. : 233 27 73

IBAN: DE 80 1007 0000 0233 2773 00

BIC (swift-code): DEUTDEBBXXX


বিঃদ্রঃ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সকল প্রকার সেবা চার্জ/ফি সেবা প্রদান প্রক্রিয়ার অংশ। পাসপোর্ট বা অন্যান্য সেবা চার্জ/ফি আংশিক বা সম্পূর্ণ ফেরতযোগ্য নয়। 


ই-পাসপোর্টের ফিঃ


সাধারণ

পৃষ্ঠা

সময়কাল (বছর)

প্রদানকৃত অর্থ (ইউরো)

৪৮

০৫/১০

১২৫

৬৪

১০

১৭৫

 

 ১৫ ফেব্রুয়ারি ২০২৩ থেকে  পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট ইস্যু বন্ধ আছে (সুত্রঃ ডিআইপি ওয়েবসাইট ) 

শিক্ষার্থী (শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পর্যায়)

৪৮

১০

৫৫

অপ্রাপ্তবয়স্ক (০-১৮ বছর)

৪৮

০৫

১২৫


Requirements for a New Electronic Passport 

Or Conversion of MRP to E-passport

Any Bangladeshi citizen residing in Germany, Czech Republic, and Kosovo, who has a valid Bangladeshi Machine Readable Passport (MRP)/Digital Birth Certificate/NID can apply at the Embassy of Bangladesh in Berlin for a new E-passport. Please note that the applicant must be present in-person at the Embassy during biometric enrollment. The following documents are required:

  1. Printed copy of filled-in online application form (with bar code). To fill out the application, please visit: www.epassport.gov.bd
  2. A printed copy of your  Online Appointment confirmation to provide biometric data (fingerprint, photo, iris recognition).
  3. Original valid Bangladeshi Passport and 01 (one) set photocopy of the information page.
  4. Photocopy of applicant’s National ID Card or Digital Birth Certificate (including 17 digit number with a copy of online verification).
  5. Photocopy of applicant’s residence permit/ausweis.
  6. Enrollment Certificate, Original student ID card and a copy of the same (for discount applicable to university level students only).
  7. Other relevant documents as applicable ( i.e, marriage certificate, divorce certificate, notary public).
  8. All fees have to be paid through a Banking channel/Bank transfer to the Embassy account.
  9. A copy of the payment transaction receipt MUST BE Attached to the application form.
  10. Cash/personal cheque/Direct Deposit is NOT accepted. 

  11. Passport fees are received for processing your applications. Hence, Passport fees are non-refundable even if an application is rejected or withdrawn or withheld. 

  12. The Embassy Bank Account details:

Name of the Account: Embassy of Bangladesh

Bank Name: Deutsche Bank

Account No. : 233 27 73

IBAN: DE 80 1007 0000 0233 2773 00 

BIC (swift-code): DEUTDEBBXXX


Fees for E-Passport Application


General

No. of pages

Duration (Years)

Payment (in euro)

48

05/10

125

64

10

175

 

From 15 January 2023, until further notice, the issuance of 64 pages passport has been stopped (Source: DIP Website)

Student (Only University Level)

48

10

55

Child (0-18 years)

48

05

125


Important Note:

Please come to the Embassy with all documents as mentioned according to your online appointment schedule.

Each electronic passport is printed by DIP in Bangladesh and arrives at the Embassy of Bangladesh in Berlin from Dhaka. So, it requires usually 6-8 weeks (conditional) to receive an E-passport after successful biometric enrolment and data verification.

Please note that the Embassy of Bangladesh in Berlin will not process any Hand Written Application for E-passport. 

The Embassy of Bangladesh in Berlin is not in the capacity to provide any 'urgent' or ‘express’ service to the applicant.