Welcome to Embassy of Bangladesh, Berlin

***ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৩ দূতাবাস বন্ধ থাকবে (নোটিশ কপি)***  ***The Embassy will remain closed on the occasion of Eid-e -Miladunnabi on 28 September 2023 (Notice Copy)***  ***Phone Contact for General & Consular Issues: +493039897531 [09.00-13.00 hrs & 14.00-15.00 hrs (except holidays) ]*** সেবা প্রদান ও সার্ভিস চার্জ প্রসঙ্গে- সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ দূতাবাস বার্লিন শুধুমাত্র জার্মানি, চেক রিপাবলিক, এবং কসোভো-তে বসবাসরত বাংলাদেশীদের কনস্যুলার সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তবে পূর্বে ই-পাসপোর্ট ছিলো, এবং তা হারিয়ে গিয়ে থাকলে, প্রমাণসাপেক্ষে যথা- সংশ্লিষ্ট দেশের রেসিডেন্স পারমিট + পুলিশ রিপোর্ট + হারিয়ে যাওয়া ই-পাসপোর্টের কপি + সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসের অনুমতিপত্র জমা প্রদান করে অন্যান্য ইউরোপীয় দেশ সমূহে বসবাসরত বাংলাদেশীরা শুধুমাত্র ই-পাসপোর্ট সেবা গ্রহণ করতে পারবেন। বাংলাদেশ দূতাবাস বার্লিনে শুধুমাত্র ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সেবা প্রদান করা হয়। সেবা নেয়ার পূর্বে ব্যাংকিং চ্যানেলে দূতাবাসের একাউন্ট বরাবর সার্ভিস চার্জ সমপরিমান টাকা ট্রান্সফার করতে হবে। ব্যাংক ট্রান্সফারের কপি সেবা গ্রহণকালে অবশ্যই প্রদান করতে হবে। সকল ডকুমেন্টস প্রয়োজন অনুসারে নিজ দায়িত্বে প্রিন্ট/ফটোকপি করে নিয়ে আসতে হবে।

নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, পোস্টাল খামে বা ডাক মারফতে কোন প্রকার টাকা প্রদান নিষিদ্ধ। সকল ধরণের ফি/ সেবা চার্জ আপনার ব্যাংক একাউন্ট হতে দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রদান করুন। কোনো প্রকার নগদ অর্থ/ব্যক্তিগত চেক/ সরাসরি জমা প্রদান ইত্যাদি গ্রহণ করা হয় না

Card image cap

Mr. Kazi Muhammad Jabed Iqbal

Minister


Email : political1.berlin@mofa.gov.bd, jabed.iqbal@mofa.gov.bd

Phone (Office) : +49 30 3989 75-24