Welcome to Embassy of Bangladesh, Berlin

*আগামী ৩০, ৩১ মে ও ০১ জুন ২০২৪ জার্মানির ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা কার্যক্রম চলমান থাকায় ৩০ মে ২০২৪ পাসপোর্ট এনরোলমেন্ট সেবা কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে। এ বিষয়ে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। * *There is no official imo account, facebook page or youtube channel of Bangladesh Embassy Berlin* *Phone Contact for General & Consular Issues: +493039897531 [09.00-13.00 hrs & 14.00-15.00 hrs (except holidays) ]* 

*আগামী ৩০, ৩১ মে ও ০১ জুন ২০২জার্মানির ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা কার্যক্রম চলমান থাকবে (নোটিশ কপি) আগামী ০৯, ২০ এবং ২২ মে ২০২৪ দূতাবাস বন্ধ থাকবে (নোটিশ কপি)* * The Embassy will remain closed on 09, 20 & 22 May 2024 (Notice Copy)*ই-পাসপোর্টে স্বামী বা স্ত্রীর নাম অপসারণসহ তিনটি সংশোধন এনেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর। এ বিষয়ক অফিস আদেশটি দেখার জন্য এখানে ক্লিক করুন * ই-পাসপোর্টের সেবাগ্রহীতা সকলকে এপয়েন্টমেন্ট গ্রহণের জন্য আবশ্যিকভাবে অনুরোধ করা যাচ্ছে। এপয়েন্টমেন্ট অনুসারে সেবা প্রদান অব্যাহত থাকবে। এপয়েন্টমেন্ট-এর জন্য এখানে ক্লিক করুন Email for E-passport, Visa, NVR, Certificates & other Consular related Affairs: consular.berlin@mofa.gov.bd. For Birth Registration Issues: br.berlin@mofa.gov.bd. পোস্টাল খামে / ক্যাশে কোন প্রকার টাকা প্রদান নিষিদ্ধ। সকল ধরণের ফি/ সেবা চার্জ দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রদান করুন। No cash transaction, bank transfer only.


E-passport for a child (below 6 years of age)

৬ বছরের কম বয়সী শিশুর ই-পাসপোর্টের জন্য আবেদনের নিয়ম:

জার্মানি/চেক প্রজাতন্ত্র/কসোভোতে বসবাসকারী বাংলাদেশি পিতা/মাতার ৬ বছরের কম বয়সী সন্তানের ই-পাসপোর্টের জন্য বাংলাদেশ দূতাবাস বার্লিনে আবেদন করা যাবে। নিম্নবর্ণিত কাগজপত্র (ডকুমেন্টস) সহ যথাযথ প্রক্রিয়ায় আবেদন এনরোলমেন্ট (তালিকাভুক্তি) সম্পন্ন করতে হবে:

প্রয়োজনীয় কাগজপত্র (ডকুমেন্টস):

১। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের প্রিন্টেড কপি (বারকোড সহ)। অনলাইনে আবেদনপত্র পূরণের লিংক: www.epassport.gov.bd 

২। শিশুর সম্প্রতি তোলা থ্রি-আর (3R size) সাইজের দুই কপি ছবি (স্টুডিও/ফটোল্যাবে প্রিন্ট)। শিশুর মুখ ও শরীর সোজা অবস্থায় স্পষ্ট করে ছবি তুলতে হবে। ছবির ব্যাকগ্রাউন্ড গ্রে (ধুসর) থাকতে হবে। ছবির উপরে এবং দুই পাশে কমপক্ষে ২ সেন্টিমিটার ফাঁকা রাখতে হবে।  এধরনের ৩টি নমুনা ছবি এখানে দেওয়া হলো:  নমুনা ছবি-১, নমুনা ছবি-২, নমুনা ছবি-৩। ছবির পিছনে শিশুর নাম, পিতা/মাতার নাম উল্লেখ করতে হবে।

৩। শিশুর বাংলাদেশি পাসপোর্টের তথ্য পৃষ্ঠার ফটোকপি এবং বাংলাদেশি পাসপোর্ট নম্বরযুক্ত জার্মানি/চেক প্রজাতন্ত্র/কসোভো সরকার কর্তৃক প্রদত্ত হালনাগাদ/বৈধ রেসিডেন্স পারমিটের মূলকপি ও ফটোকপি। শিশুর পাসপোর্ট না থাকলে শিশুর পিতা/মাতার বাংলদেশি পাসপোর্টের তথ্য পৃষ্ঠার ফটোকপি এবং বাংলাদেশি পাসপোর্ট নম্বরযুক্ত জার্মানি/চেক প্রজাতন্ত্র/কসোভো সরকার কর্তৃক প্রদত্ত হালনাগাদ/বৈধ রেসিডেন্স পারমিটের মূলকপি ও ফটোকপি।

৪। বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত শিশুর ১৭ ডিজিট সম্বলিত ডিজিটাল জন্মনিবন্ধন সনদের অনলাইন ভেরিফিকেশনের কপি।

৫। ই-পাসপোর্ট আবেদনের জন্য নির্ধারিত ফি (১২৫ ইউরো) বাংলাদেশ দূতাবাস বার্লিনের ব্যাংক অ্যাকাউন্টে জমা প্রদানের স্লিপ/রসিদের কপি। ফি প্রদানের সময় রেফারেন্সে  নাম এবং  OID নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।  নির্ধারিত ফি অবশ্যই ব্যাংকিং চ্যানেল/ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পরিশোধ করতে হবে। নগদ/ব্যক্তিগত চেক/সরাসরি ফি গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশ দূতাবাস বার্লিনের ব্যাংক একাউন্টের বিবরণ নিম্নরূপ:

Name of the Account: Embassy of Bangladesh
Bank Name: Deutsche Bank
Account No. : 233 27 73
IBAN: DE 80 1007 0000 0233 2773 00 
BIC (swift-code): DEUTDEBBXXX


আবেদনের এনরোলমেন্ট (তালিকাভুক্তি) সম্পন্নের নিয়ম:

১। শিশুর পিতা/মাতাকে উপরে বর্ণিত কাগজপত্রসহ বাংলাদেশ দূতাবাস বার্লিনে উপস্থিত হয়ে শিশুর ই-পাসপোর্ট আবেদনের এনরোলমেন্ট সম্পন্ন করতে হবে। এনরোলমেন্টের সময় শিশুর আইরিস বা আঙুলের ছাপ গ্রহণের প্রয়োজন হয় না- এজন্য শিশুকে উপস্থিত থাকা জরুরি নয়।

২। আবেদনের এনরোলমেন্ট সম্পন্ন করতে অনলাইনে এপয়েন্টমেন্ট বুকিং করে বুকিংয়ের কপি নিয়ে আসতে হবে। [এপয়েন্টমেন্ট বুকিং-এর লিংক

গুরুত্বপূর্ণ তথ্য:

১। আবেদনের এনরোলমেন্ট (তালিকাভুক্তি) সম্পন্নকরণ, তথ্য যাচাইকরণ, বাংলাদেশে ই-পাসপোর্ট প্রিন্ট হয়ে বার্লিনে পৌঁছার পর ই-পাসপোর্ট প্রদান করা হয়। এজন্য সাধারণত ৬ থেকে ৮ সপ্তাহ সময় (শর্তসাপেক্ষ) প্রয়োজন হয়।

২। বাংলাদেশ দূতাবাস বার্লিনে আবেদনকারীকে কোনো 'জরুরি' (আর্জেন্ট) বা 'এক্সপ্রেস' পরিষেবা দেওয়া হয় না।

৩। বাংলাদেশ দূতাবাস বার্লিনে ই-পাসপোর্টের জন্য হাতে লেখা কোনো আবেদন গৃহীত হয় না।